As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 107
At Foroj prayer about dowa before salam

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 107

প্রশ্ন

At Foroj prayer about dowa before salam

উত্তর

হ্যাঁ, আপনি প্রচলিত দুআ মাসুরা সহ কুরআন বা হাদীসে বর্ণিত যে কোনো দুআ বা কিংবা কুরআন বা হাদীসে বর্ণিত দুয়ার অর্থের সাথে মিল রেখে যে কোন দুআ পড়তে পারেন। ছয়টি দুআ মাসুরা সহ এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত রাহে বেলায়াত বইয়ের ৩৮৩-৩৮৯পৃষ্ঠা।