আস-সুন্নাহ ট্রাস্ট

নিয়মিত অনুদান

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। (সূরা বাকারা, আয়াত ২৬১)

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অর্থাৎ ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী, হাদিস নং ১৪৪২)

আগ্রহী দাতাগণের নিমিয়ত অনুদান আস সুন্নাহ ট্রাস্টের শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা, প্রশিক্ষণ, দুস্থ্য মানবতার সেবা ও উন্নয়ন, মিডিয়া-প্রচার ও দাওয়াহ কার্যক্রমসহ সার্বিক ব্যয়ভার বহন করতে চালিকা শক্তি হিসেবে কাজ করে।

ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ

অ্যাকাউন্টের নাম : As sunnah Trust 
অ্যাকাউন্ট নম্বর : MSA: 2050 1750 2019 00314
Bank : Islami Bank Bangladesh PLC.
শাখা : Jhenaidah Branch, Jhenaidah.
রাউটিং নাম্বার : 125440640
সুইফট কোড : IBBLBDDH

bkash Merchant : 01402-900600

bkash/nagad/rocket (personal) : 01718-136962

সেলফিন: 01958335711
নোট: ডোনেশনেব় সময় খাত/ব়েফাব়েন্সে নিচেব় যেকোন একটি লিখুন Mosque/Mashjid/3333