যিকর নং ৮ (১ বার)
 
اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
 
উচ্চারণ: আল্লা-হুম্মা, আ‘ইন্নী ‘আলা- যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবা-দাতিকা।
 অর্থ: “হে আল্লাহ, আপনি আমাকে আপনার যিকর করতে, শুকর করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুন।”
 
মু‘আয রা. বলেন, রাসূলুল্লাহ সা. আমার হাত ধরে বলেন, “মু‘আয, আমি তোমাকে ভালোবাসি।… মু‘আয, আমি তোমাকে ওসীয়ত করছি, প্রত্যেক সালাতের পরে এ দুআটি বলা কখনো বাদ দেবে না।”1হাদীসটি সহীহ। -সুনান আবু দাঊদ, হাদীস-১৫২২; মুস্তাদরাক হাকিম, হাদীস-১০১০।
 
দৈনন্দিন মাসনূন দুআ ও যিকর, জুলাই ২০২০ ঈসায়ী, পৃ. ১৩