As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 968

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 23 Sep 2008

প্রশ্ন

কোন প্রকাশনীর হাদিসের বাংলা অনুবাদ সবচেয়ে ভাল, লেখক কে, প্রকাশ স্থান, জানাবেন। গবেষণারর জন্য কোরাআনের বাংলা বা ইংরেজি কোন অনুবাদ ভাল

উত্তর

আমরা আপনা জন্য দুআ করি আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন। আপনি নিজের ব্যক্তিগত আমলের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কুরআন এবং হাদীসের অনুবাদ পড়তে পারেন। শায়খ তকী উসমানী কুরআনের ইংরেজী অনুবাদ করেছেন, সেটা পড়তে পারেন। তবে এসব পড়বেন নিজের আমলে জন্য। গবেষনার জন্য নয়। গবেষনার জন্য অবশ্যই আপনাকে আরবী ভাষার গভীর জ্ঞান অর্জন করতে হবে। আরবী ভাষা না জেনে অনুবাদ নির্ভর গবেষনা করলে আপনি সফল হবেন না, নিজেও বিভ্রান্তিতে পড়বেন আর অন্যদেরকেও ফেলবেন। আরো বিস্তারিত জানার জন্য ভাল কোন আলেমের সাথে যোগাযোগ করুন।