As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 967

নামায

প্রকাশকাল: 22 Sep 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! ভাই, আমার এক বন্ধুর প্রশ্ন ছিলো ওর পায়ে একটা কাটা থেকে সামান্য রক্ত বের হয়ে গড়িয়ে পড়েছিলো সলাতের সময়। এখন ওর সলাতের কোন ক্ষতি হয়েছে কিনা? যদি হয়ে থাকে এমতাবস্থায় ওর করনীয় কি? সলাত কি ক্বাযা করবে? নাকি সলাত হয়ে গেছে?
আমি জেনেছি কাটা ছেঁড়া বা ক্ষতস্থান থেকে রক্ত পুজ পানি বের হলে বা গড়িয়ে পড়লেও নাকি সলাতের কোন সমস্যা নেই আর ইমাম আবু হানিফার রঃ এর ফিকহে অজু নস্ট হয়ে যায়। এখেত্রে আমার ফ্রেন্ডের জন্য বেস্ট অপশন কোনটি বা আমরা আসলে কোনটা বেশি প্রাধান্য দিবো। জাযাকাল্লাহ খইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে ওযু নষ্ট হয়ে যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। একদল বলেন, নষ্ট হবে আরেক দল বলেন হবে না। প্রত্যেক দলের হাদীস থেকে দলীল আছে। আমাদের দেশে নষ্ট হবে এই মতটিকে সাধারনত মেনে চলা হয়। এই মতটা মানাই অধিককত শতর্কতা বলে মনে হয়। আপনার বন্ধু আগামীতে যেন এমন অবস্থায় আর সালাত আদায় না করে। যেটা হয়ে গেছে আশা করি আল্লাহ তায়ালা কবুল করে নিবেন।