গতবার যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি নিচের বর্ণিত উত্তর দিয়েছিলেন। [শায়েখ, আমি সাত বছর রমযান মাসের সিয়াম পালন করি নি। তাহলে আমি কি ভাবে সিয়াম কাযা আদায় করব?
আপনি উক্ত কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর প্রতিটি রোজা কাজা করুন। অর্থাৎ আপনাকে ২১০টির মত রোজা রাখতে হবে। ]
এখন আমার প্রশ্ন হল আমি কি একসাথে ৩০টি করে রোজা কাজা আদায় করব, নাকি মোট ২১০টি (যেভাবেই হোক -যেমন প্রথম মাসে ১০, দ্বিতীয় মাসে ১৩…। ) অর্থাৎ কি নিয়মে আদায় করব?