As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 856

নামায

প্রকাশকাল: 3 Jun 2008

প্রশ্ন

আমার বাসা মোহাম্মদপুর, ঢাকা। আজান শোনা যায় না। সহীহ চিরস্থায়ী ক্যালেনডার জানতে চাই। যোহর শেষ সময় ও আসরের সময় নিয়ে মতভেদ আছে। সঠিক কোনটি।

উত্তর

আপনি মুফতী আমিমুল ইহসাল রা. এর প্রস্তুতকৃত চিরস্থায়ী ক্যালেন্ডার অনুসরণ করুন। যোহরের শেষ সময় নিয়ে মতভেদ আছে। আপনি প্রথম সময়ে যোহর আদায় করুন। আর আসরের ব্যাপারেও ঐ ্ক্যালেন্ডার অনুসরণ করুন। দেখুন ঐ ক্যালেন্ডার অনুযায়ী আসরের সালাত আদায় করলে সকল আলেমের কাছে গ্রহনযোগ্য হবে। মতভেদের কারণে কোন সমস্য হবে না। আর আগে পড়লে মতভেদের ভিতরে পড়ে যাবেন। যতটা সম্ভব মতভেদ এড়িয়ে যাওয়ায় ভাল।