১। ওজু শেষ করে কালিমা শাহাদাত আসমানের দিকে তাকিয়ে পড়তে হয় – এইটা কি সহিহ হাদিস সম্মত? নাকি শুধু কালিমা শাহাদাত পড়লেই হবে?
২। দুই সেজদার মাঝে আমি দুয়াটি এইভাবে পড়িঃ- আল্লাহুমাগফিরলী, ওয়ারহামনি, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া আফিনি, ওয়ার যুকনী, ওয়ার ফাঅ নী। এইভাবে পড়া যাবে?
৩। আমাদের সমাজে দেখা যায়, কারো শরীরে পা লাগলে, সঙে সঙে তাকে হাত দিয়ে ছুঁয়ে সালাম করেন। এইটা কি কোরআন ও সহিহ হাদিস সম্মত? এক্ষেত্রে আমাদের করনীয় কি?