As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 788

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Mar 2008

প্রশ্ন

আছসালমু ওয়ালাইকুম আমার পচনো হলো আমি একজনের কাছে কিচু মোটা অংকের টাকা পেতাম একন তার কাচথেক নিতে পারছিনা বা তাকে কিছু বলতে পারছি না এখন আমি টাকা টা কি ভাবে পেতেপারি আমাকে একটু জানাবেন আমি একজন সাধারন খেটেখাওয়া মানুষ উওর টির অপেকায়রয়লাম আললাহাফে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করেন। আপনি এই দুআটি সালাতের সাজাদাতে, শেষে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا উচ্চারণ: ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিঊন। আল্লা-হুম্মাঅ্ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা-। অর্থ: নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় তাঁর কাছেই আমরা ফিরে যাব। হে আল্লাহ আপনি আমাকে এ বিপদ মুসিবতের পুরস্কার প্রদান করুন এবং আমাকে এর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু প্রদান করুন। উম্মুল মুমিনীন উম্মু সালামাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহকে সা.বলতে শুনেছি, যদি কোনো মুসলিম বিপদগ্রস্ত হয়ে এ কথাগুলো বলে তাহলে আল্লাহ তাকে অবশ্যই উক্ত ক্ষতির পরিবর্তে উত্তম বিষয় দান করে ক্ষতিপূরণ করে দিবেন। উম্মু সালামাহ বলেন, আমার স্বামী আবু সালামাহর মৃত্যুর পরে আমি চিন্তা করলাম, আবু সালামার চেয়ে আর কে ভাল হতে পারে! … তারপরও আমি এ কথাগুলো বললাম। তখন আল্লাহ আমাকে আবু সালামার পরে রাসূলুল্লাহকে সা. স্বামী হিসাবে প্রদান করেন। সহীহ মুসলিম, হাদীস নং ২১২৫। এছাড়াও আপনি আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাহে বেলায়াত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং যিক্র পাঠ করে দুআ করবেন। মহান আল্লাহর ইসম আযম ও দরুদ সাধ্যমত বেশি করে পড়বেন এবং পড়ার ফাঁকেফাঁকে নিজের ভাষায় আল্লাহর কাছে দুআ করবেন। উল্লেখ্য আপনি সুন্নাত-নফল সালাতের সাজদাতে, দুই সাজদার মাঝে, শেষ বৈঠকে, সালাতের বাইরে বিভিন্ন সময়ে উক্ত দুআগুলো পাঠ করতে পারেন।