As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 717

নামায

প্রকাশকাল: 16 Jan 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১। ফরজ, সুন্নত, নফল যে কোন সালাতে সালাম ফিরানোর আগে আততায়হিয়িতু, দুরুদ, দোয়া মা সূরার সাথে আর কোনো দোয়া পড়া য়ায়? যদি অন্য দোয়া পড়া যায় তাহলে কি কি পড়া যাবে, দয়াকরে হাদিসসহ জানাবেন?
২। সালাতে সূরা ফাতেহার পরে অন্য কোন সূরা মিলানোর সময় যদি কোন আয়াত বাদ পড়ে বা উচ্চারনে সমস্যা হয় বা আয়াত ওলট পালাট হলে সালাত কি বাতিল হবে, না সাহুসিজদা দিলে হবে? একই ভুল যদি আততায়হিয়িতু, দুরুদ, দোয়া মা সূরার সময় হয় তাহলে কি করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহামাতুল্লাহ। ১। দুআ মাসূরা অর্থ হলো কুরআন ও হাদীসে বর্ণিত দুআ। আপনি যে কোন দুআ মাসূরা অর্থাৎ কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ সালাতের মধ্যে সালামের পূর্বে পড়তে পারেন। একধিক দুআ মাসূরাও পড়তে পারেন। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেন فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِى الصَّلاَةِ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِىُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ فَإِذَا قَالَهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِى السَّمَاءِ وَالأَرْضِ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الْمَسْأَلَةِ مَا شَاءَ অর্থ: যখন তোমাদের কেউ সালাতের মধ্যে বসে সে যেন বলে, আত্যাহিয়্যাতু লিল্লাহি…. আবদুহু ও রসূলুহু অত:পর সে যা ইচ্ছা করবে তাই চাইবে। সহীহ মুসলিম হাদীস নং ৯২৪। এই হাদীস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের যা কিছু প্রয়োজন আমরা তা আল্লাহর কাছে এই সময় চাইতে পারবে। আমরা যে দুআ মাসূরাটি সাধারণত সালাতের মধ্যে পড়ি তা ছাড়া আরো অনেক দুআ রাসূলুল্লাহ সা. এই সময়ে পড়ার জন্য শিক্ষা দিয়েছেন। তার একটি হলো, (সহীহ মুসলিম, হাদীস নং ১৩৫২) اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ ২। সাহু সিজদা দিলেই হবে।