As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 718

আদব আখলাক

প্রকাশকাল: 17 Jan 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আল্লাহ্ স্যার কে জান্নাত নসীব করুন। আমার প্রশ্ন হলঃ
কারো কাজ-কারবার অথবা কথা বার্তায় মনে কষ্ট এলে তার বিরুদ্ধে যদি কারো কাছে গীবত না করে, নিজে নিজেই বিরক্তি প্রকাশ করি (যেমনঃ একজনের একটা কাজ আমার খুব বেশি মাত্রায় অপছন্দনিয় হল। সে আমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি নিজে নিজেই বিরক্তি সহ কারে বললাম, বেটা আবুল মার্কা কথা বলে, ফালতু কথা বলে, মাথার মধ্যে কিছুই নাই) এই জাতীয় কথা আমি নিজে নিজেই বকলাম। জনাবের কাছে আমার প্রশ্ন হল, এতে কি আমি গুনাহগার হবে? জানতে পারলে খুব উপকৃত হব। কারন এটা আমার ক্ষেত্রে বেশি পরিমান হয়ে থাকে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরাও দুআ স্যার রহ. যেন জান্নাতবাসী হোন। কারো দোষত্রুটি অন্যের কাছে বললে তখন গীবত হবে, গুনাহ হবে। নিজে নিজে বললে গুনাহ হবে না। তবে এসব থেকেও বিরত থাকাই ভাল। কারণ এটা একটি অনর্থক কাজ আর কুরআনে সূরা মুমিনুনে আল্লাহ তায়ালা অনর্থক কাজ থেকেও বিরত থাকতে বলেছেন।