আস-সালামু আলাইকুম৷ দয়া করে পুঙ্খানুপুঙ্খরূপে উত্তর দিবেন৷
চাকুরিতে কাজের নিমিত্তে ফোন কল বাবদ, ধরুন ৫০০ টাকা দিয়েছে৷ কিন্তু ফোন কলে ৫০০ টাকার চেয়ে কম খরচ হয়েছে৷ আবার কাজের জন্য যাতায়াত ভাড়া ফিক্সড যা দিয়েছে, যাতায়াতে কম খরচ হয়েছে৷ অতিরিক্ত এই টাকাটা নিজের জন্য ভোগ করার অপশন আছে কীনা? (ইসলামি দৃষ্টিতে)৷ উল্লেখ্য, এই টাকাটা এককালীনই দিয়ে দিয়েছে, ফেরত দেওয়ার অপশন নাই বা কেও কখনও ফেরত দিয়েছে কীনা জানিনা বা দিতে চাইলেও ব্যাপারটা নিয়ে অফিসে হাসাহাসি হতে পারে৷ অফিসের কালচারই অমন৷ আবার ট্রেনিং বাবদ, অফিশিয়াল ট্যুর বাবদ টাকা বরাদ্দ থাকে৷ কিন্তু ট্রেনিং না করা স্বত্ত্বেও, ট্যুর না দেওয়া স্বত্ত্বেও টাকা/টিএ/ডিএ অফিস থেকে অটোমেটিকালি দিচ্ছে ৷ ইচ্ছা করে ট্যুর বা ট্রেনিং মিস করছিনা, অফিসই তার অন্য প্রয়োজনে আমাকে অন্য জায়গায় খাটাচ্ছে ৷ অন্যদিকে ট্যুরের অফিস অর্ডারে আমার নাম লিখে টাকা পাঠিয়ে দিচ্ছে৷ পুরো ব্যাপারটাই অটোমেটিক৷ এইসব টাকা হালাল হবে কীনা?
উল্লেখ্য: আমি ধনী নই ৷ নইলে সন্দেহমুক্ত থাকার জন্য ওই টাকা দান করে দিতাম৷ আমার করনীয় কী৷ আর ওইসব টাকা হজ্জ উমরাহর নিয়তে জমানো যাবে কীনা৷ প্লিজ উত্তর দিবেন৷