এক মুসলমান ব্যাক্তি তার পরিবারের একজন সদস্যের সুস্থতা কামনা করে এক হিন্দু পুরোহিত দ্বারা হিন্দুদের এক উপাস্যের পূজা করেছেন বা করিয়েছেন।
১) উক্ত মুসলমান ব্যাক্তির ইমামতিতে নামাজ পড়া যাবে কি?
২) তার সাথে সালাম বিনিময় করা যাবে কি?
উত্তর
উক্ত মুসলিম ব্যক্তি এখন আর মুসলিম নন। তিনি নন মুসলিম হিসেবে গণ্য। সুতরাং তার সাথে মুসলিমের মত আচরণ করা যাবে না। যদি নতুন করে কালিমা গ্রহণ করে মুসলিম হয় তাহলে তার সাথে মুসলিমের মত আচরণ করা যাবে।