As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6931

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 May 2024

প্রশ্ন

এক মুসলমান ব্যাক্তি তার পরিবারের একজন সদস্যের সুস্থতা কামনা করে এক হিন্দু পুরোহিত দ্বারা হিন্দুদের এক উপাস্যের পূজা করেছেন বা করিয়েছেন।
১) উক্ত মুসলমান ব্যাক্তির ইমামতিতে নামাজ পড়া যাবে কি?
২) তার সাথে সালাম বিনিময় করা যাবে কি?

উত্তর

উক্ত মুসলিম ব্যক্তি এখন আর মুসলিম নন। তিনি নন মুসলিম হিসেবে গণ্য। সুতরাং তার সাথে মুসলিমের মত আচরণ করা যাবে না। যদি নতুন করে কালিমা গ্রহণ করে মুসলিম হয় তাহলে তার সাথে মুসলিমের মত আচরণ করা যাবে।