As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6929

সুদ-ঘুষ

প্রকাশকাল: 12 May 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

১. আমি একটি সরকারি চাকরি করি। চাকরিতে আমি সৎভাবে আমার সকল দায়িত্ব পালন করি। আমি ঘুষ খাই না। কিন্তু অন্যান্য অফিসের সাথে আমার অফিসের কিছু কাজ থাকে, যে কাজগুলো করার জন্য ঐ অফিসের মানুষকে ঘুষ দিতে হয়, যে টাকাগুলো আমাকে গিয়ে ঐ অফিসের লোকদের দিয়ে আসতে হয়। এক্ষেত্রে আমার এ চাকরির আয়ে কোন সমস্যা হবে কি?

২. এছাড়া এ চাকরিতে আমার কিছু কাজ করতে হয়, যেমন আমার অফিস যে কাজ করেনি তারপরও প্রধান কার্যালয় ঢাকায় ওই কাজের ভুয়া রিপোর্ট বানিয়ে পাঠাতে হয়; যেটি পাঠাতে হয় আমাকে আমার অফিস প্রধানের নির্দেশে। এক্ষেত্রে এ চাকরির ইনকাম কতটা হালাল হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভুয়া রিপোর্ট, অফিসের পক্ষ থেকে ঘুষ দেয়া, এগুলো অপরাধ। যেটা অপরাধ, সেটা অপরাধই।  এর কারণে আপনি আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। ইনকামের ভিতর কিছুটা হারাম তো প্রবেশ করছেই।