আমি একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা, ২বছর ধরে নিয়োজিত আছি, আমি জানি তা সুদের সাথে সম্পর্কিত, আমার পরিবার আমাকে পড়াশোনা করাতে অনেক দেনা করতে হয়ছিল, আমি তাড়াতাড়ি চাকুরীর জন্য এবং টাকার জন্য এই জবে ঢুকতে বাধ্য হয়। গত ২ মাস আগে আমি বিয়ে করেছি, ওই সময় আমাকে ৪লাখ টাকা লোন নিতে হয়েছে ব্যাংক থেকে, প্রতি মাসে ১০০০০ আর সুদ দেওয়া হচ্ছে, আমার পরিবারেও আছে দেনা।
আমার বউ বিয়ের ১০ দিন পর থেকে অসুস্থ কাশি, জ্বর এবং ইনফেকশন নিয়ে অনেক কষ্ট করছে। ১মাসের বেশি, সে খুবই ধর্ম ভীরু এবং ব্যাংকে জব নিয়ে সে নানা ভাবে নিষেধ করেছে, আমি শুনিনি। আমার মনে হচ্ছ আমার দেওয়া হারাম ইনকাম তার উপর প্রভাব পড়তেছে। তার কোনো মেডিসিনই ধরছে না, আমি কী করতে পারি, কোনও কিছু বুজতে পারছি না, আমার চাকরি ছাড়া আগামি কয়েক বছর সম্ভব না। আর এই দিকে আমার ইনকাম হারাম, আমার বউ কি আমার হারাম উপার্যন এর জন্য সুস্থ হচ্ছে না? আমি কি করতে পারি! আমি আমার পরিবারে বড় ছেলে।