As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6921

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 5 May 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

আমি বালতিতে পানি ভরে ফরজ গোসল করি। ওজু করি, পরে গোসল করি কিন্তু বালতির পানি ওজূ করার সময় বালতিতে থাকে না,  হাতে পানি নিই, বাইরে ফেলে দিই।  যেমন প্রথমে বালতি ভরলাম ওজু করলাম গোসল করলাম এতে কোন সমস্যা হবে কি?

শুনলাম ওজু করা পানি দিয়ে আবার পবিত্রতা অর্জন করা যায় না, এটা কি ২য় বার পবিত্রতা বোঝাচ্ছে? একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেভাবে বালতে থেকে ওযু ও গোসল করছেন তাতে কোন সমস্যা নেই। কারণ ওযু করে পানি আপনি বাইরে ফেলে দিচ্ছেন। ওযুতে ব্যবহৃত পানি দ্বারা দ্বিতীয়বার ওযু করা যাবে না, গোসলও করা যাবে না।  অর্থাৎ ওযুতে ব্যবহৃত পানি যদি আপনি কোন পাত্রে সংরক্ষন করেন তাহলে ঐ পানি দ্বারা আর ওযু-গোসল করা যাবে না। তবে শরীরে, পাত্রে, কাপড়ে বা অন্য কোথাও নাপাকী লাগলে এই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে।