আসসালামু আলাইকুম শায়খ, সলাতে ইমাম ভুল করলে এবং ভুলের জন্য সাহু সিজদাহ্ দেয়। আর কিছু মুসল্লীর ১,২,৩,৪ রাকাআত ছলাত ছুটে যায় সেও কি ইমামের সাথে সাহু সিজদাহ্ দিবে কী? (কিন্তু তার ২,৩,৪ রাকাআত বিশিষ্ট সলাত পূর্ণ হয় নি)। এক্ষেত্রে মুসল্লী করণীয় কি সহিহ মতে জনাবেন।