আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6862

সুন্নাত

প্রকাশকাল: 2 এপ্রিল 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ, সলাতে ইমাম ভুল করলে এবং ভুলের জন্য সাহু সিজদাহ্ দেয়। আর কিছু মুসল্লীর ১,২,৩,৪ রাকাআত ছলাত ছুটে যায় সেও কি ইমামের সাথে সাহু সিজদাহ্ দিবে কী? (কিন্তু তার ২,৩,৪ রাকাআত বিশিষ্ট সলাত পূর্ণ  হয় নি)। এক্ষেত্রে মুসল্লী করণীয় কি সহিহ মতে জনাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমামের সাথে যতক্ষন থাকবে ততক্ষন ইমামকে অনুস্বরণ করতে হবে। সুতরাং ইমাম সাহেব সাজদায়ে সাহু দিলে সকল মুক্তাদি সাজদায়ে সাহু দিবে, যখনই তারা সালাতে শরীক হোক।