আসসালামু আলাইকুম শায়েখ।
আমার বাবা একজন পল্লিচিকিৎসক। তিনি রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। রোগী দেখার জন্য তিনি কোন টাকা নেন না। আমরা বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রি করে থাকি। ওষুধ কোম্পানি গুলা আমাদের ফ্রিতে বিভিন্ন জিনিস পত্র দিয়ে থাকে যেমন : তেল, ছুড়ি, পোলার চালের প্যাকেট, বিভিন্ন খাবারের জিনিস, আরো অনেক কিছু। এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলা নেয়া আমাদের জন্য জায়েজ কিনা। উত্তর দিলে অনেক উপকার হবে।