আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6842

হালাল হারাম

প্রকাশকাল: 25 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ।

আমার বাবা একজন পল্লিচিকিৎসক। তিনি রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। রোগী দেখার জন্য তিনি কোন টাকা নেন না। আমরা বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রি করে থাকি। ওষুধ কোম্পানি গুলা আমাদের ফ্রিতে বিভিন্ন জিনিস পত্র দিয়ে থাকে যেমন : তেল, ছুড়ি, পোলার চালের প্যাকেট, বিভিন্ন খাবারের জিনিস, আরো অনেক কিছু। এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলা নেয়া আমাদের জন্য জায়েজ কিনা। উত্তর দিলে অনেক উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো অনেক সময় সঠিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করে, ঐ উপহারদাতা কোম্পানীর ওষুধ দিতে প্ররোচিত করে তাই এগুলো নেয়া থেকে বিরত থাকা আবশ্যক। এছাড়া এতে করে ওষুধের বাজারেও এক ধরণের অরাজকতা সৃষ্টি হয়। যে উপহারগুলো দিবে সেগুলো ওষুধের দামের সাথে সমন্বয় করা হয়, এতে ওষুধের মূল্যও বৃদ্ধি পেতে পারে, সাধারণ মানুষের বেশী দামে ওষুধ কিনতে হতে পারে।