As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6840

ফিতরা

প্রকাশকাল: 25 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমার এক আত্মীয় ঋণগ্রস্ত। স্ত্রী ও সন্তান নিয়ে আছেন এবং দৈনন্দিন সংসার খরচ চালাতে পারেন। উনার নিজের কোনো জমি বা বাড়ি নেই। উনি কি ফিতরা আদায় করবেন? অথবা উনার ও উনার স্ত্রী সন্তানের ফিতরা কি উনার বাবা/ভাইয়েরা  আদায় করে দিতে পারবে? আমার ফিতরা উনাকে দিতে পারবো কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তাকে ফিতরা আদায় করতে হবে না, তার পক্ষ থেকেও কেউ আদায় করবে না। তাকে ফিতরা দেয়া যাবে।