As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6839

যাকাত

প্রকাশকাল: 25 Mar 2024

প্রশ্ন

আমি বিয়ের সময় স্বামীর পরিবার থেকে ২.৫০ ভরি স্বর্ণালংকার এবং আমার পরিবার থেকে ১ ভরি স্বর্ণালংকার পাই। আমি এবং আমার স্বামী দুইজনেই স্টুডেন্ট। আমার বিয়ের এক বছর হতে চললো। এমতাবস্থায় আমার ক্ষেত্রে যাকাত এর বিধান কি? যাকাত আদায় করতে হবে কিনা?

উত্তর

শুধু স্বর্ণ সাড়ে তিন ভরিতে যাকাত ফরজ হয় না। সাড়ে সাত ভরি হলে ফরজ হয়। সুতরাং আপনাকে যাকাত দিতে হবে না। স্বর্ণ ও রোপা দুটোই যদি থাকে, তবে নেসাবের কম, তাহলে রোপার নেসাব অনুযায়ী যাকাত দেয়ার মধ্যে সতকর্তা।অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রোপার মূল্য যদি ৮০ হাজার টাকা হয়, তাহল সোনা ও রোপা মিলে যদি ৮০ হাজার টাকার সমমূল্য হয়, তাহলে যাকাত দিবেন। অথবা স্বর্ণ বা রোপার সাথে যদি গচ্ছিত টাকা থাকে তাহলেও রোপার নেসার ধরে যাকাত দিবেন।