আসসালামু আলাইকুম আমার এক আত্মীয় ঋণগ্রস্ত। স্ত্রী ও সন্তান নিয়ে আছেন এবং দৈনন্দিন সংসার খরচ চালাতে পারেন। উনার নিজের কোনো জমি বা বাড়ি নেই। উনি কি ফিতরা আদায় করবেন? অথবা উনার ও উনার স্ত্রী সন্তানের ফিতরা কি উনার বাবা/ভাইয়েরা আদায় করে দিতে পারবে? আমার ফিতরা উনাকে দিতে পারবো কি?