আস-সালামু আলাইকুম শায়খ, আমার স্ত্রীর কাছে 2.5 ভরি স্বর্ন আছে আর সাথে কোন কোন সময় ১০০টাকা, বা ৫00 টাকা, বা ১হাজার টাকা, বা ২ হাজার টাকা থাকে, এবং কোনো রুপা নেই। তার কি এখন যাকাত দিতে হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ১০০-২০০০ টাকা সাধারণ হাত খরচ হিসেবে গণ্য। যাকাত ওয়াজিব নয়, যাকাত দিতে হবে না।