As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6808

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 Mar 2024

প্রশ্ন

একটি সংস্থা আছে যেই সংস্থা টি আমাদের কাছ থেকে টাকা নেই, ধরুন তারা আমার কাছ থেকে 1 লাখ টাকা নিলো তারা সেই টাকা টি নিয়ে Share Market এ trading করে এবং প্রফিট করে। তারা 1 লাখে মাসে 10% করে টাকা আমাদের দেই। এটা কি হারাম না হালাল ?

উত্তর

মাসে লাখে ১০ পার্সেন্ট  করে অর্থাৎ ১০ হজার টাকা দিবে, এমন চুক্তি হলে সুদ হিসেবে গণ্য হবে, হারাম হবে। আর যদি চুক্তি এমন হয় যে,  মাসে যা লাভ হবে তার ১০ পার্সেন্ট বা কম বেশী কোন অংক দিবে তাহলে জায়েজ। যেমন যদি মাসে ২০ হাজার টাকা লাভ হলে তার ১০ পার্সেন্ট হিসেবে ২ হাজার টাকা পাবে, ৫০ পার্সেন্ট হিসেবে ১০ হাজার টাকা পাবে।