As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6790

গুনাহ

প্রকাশকাল: 16 Mar 2024

প্রশ্ন

আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন একটা মেয়েকে ভালোবাসতাম মেয়েটিও আমারে ভালোবাসতো এক কথায় হারাম রিলেশন ছিল আমাদের,,যাই হোক আমরা ২ জন ২ জনকে শুধু একদিন জড়িয়ে ধরেছিলাম সেই দিনটার কথা মনে হলে আমার বিবেকে এখনো নাড়া দেয় , আল্লাহর কাছে আমি এখনো মাফ চাই ঐ দিনটার কথা ভেবে । আমি এখন কলেজে পড়ি আর মেয়েটির বিবাহ হয়েছে অন্য একটা ছেলের সাথে, তাদের একটি ছেলে সন্তান ও আছে ,এখন কথা হলো শরীয়তে একটা মেয়েকে জড়িয়ে ধরার শাস্তি কি আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা পাবো কি ? আমি কীভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো ? দয়াকরে উওর টা জানাবেন প্লিজ

উত্তর

জ্বী, আপনি ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। অতীত পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে ভবিষ্যতে উক্ত পাপে না জড়ানোর দৃঢ় ইচ্ছা নিয়ে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইবেন। আর এটা নিয়ে বেশী ভাবার প্রয়োজন নেই।