As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6791

যাকাত

প্রকাশকাল: 16 Mar 2024

প্রশ্ন

আসসালামু-আলাইকুম। প্রশ্নঃ আমার স্ত্রীর ৬ ভোরি পরিমান সোনার গহনা আছে এবং নগদ ৫০ হাজার টাকা আছে ১ বছর ধরে। তাহলে তার সম্পদ কি নেসাব পরিমান হচ্ছে? তার উপর কি যাকাত ফরজ হচ্ছে? যাকাত দেওয়া লাগবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বর্ণ ও টাকা একত্র করলে রুপার নেসাব পূর্ণ হয়ে যাচ্ছে, তাই যাকাত দিবেন। শতকারা আড়াই পার্সেন্ট হিসেবে যাকাত দিতে হবে।