As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6782

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Mar 2024

প্রশ্ন

আসসালামু আ’লাইকুম ওয়া রহমাতুল্লাহ। ইমাম সাহেব তার নিয়তের মাঝে যদি মুক্তাদিদেরকে সংযুক্ত না করে তাহলে মুক্তাদীদের নামাজ হবে কি? ইমামের নিয়ত কি হবে? বাংলাতে অর্থসহ জানাবেন।

উত্তর

নিয়ত হলো হৃদয়ের বিষয়। হৃদয়ে ইমাম সাহেব এই সংকল্প  করবেন যে, তিনি মুসল্লিদের ইমাম। এটা করা মুস্তাহাব।  ইমাম হওয়ার নিয়ত না করে শুধু নামাযের নিয়ত করলেও মুক্তাদির নামায সহীহ হবে। এটাই গ্রহনযোগ্য মত। এর বাইরে আরবী বা অন্য কোন ভাষায় মুখে কোন নিয়ত করবে না। বিস্তারিত জানতে দেখুন: https://www.islamweb.net/ar/fatwa/176327/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%A7%D9%82%D8%AA%D8%AF%D8%A7%D8%A1-%D8%A8%D8%B4%D8%AE%D8%B5-%D9%84%D9%85-%D9%8A%D9%86%D9%88%D9%90-%D8%A7%D9%84%D8%A5%D9%85%D8%A7%D9%85%D8%A9