As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6780

জায়েয

প্রকাশকাল: 14 Mar 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।
ইংরেজি শিখার জন্য শিক্ষকেরা বলেন ইংরেজি শুনা লাগে বেশি বেশি। তো এজন্য আমি অনলাইনে ইংরেজি কার্টুন দেখি যেখানে নারী পুরুষের কার্টুন চিত্র থাকে এবং তথ্য প্রযুক্তি দ্বারা তৈরিকৃত মেয়েদের কন্ঠ থাকে। সাধারণত বাস্তবের কোনো মেয়ে মানুষের কন্ঠ বা ছবি থাকেনা। ওসব প্রযুক্তি দিয়ে বানানো কন্ঠ ।
প্রশ্ন হলো আমর জন্য ওসব কার্টুন দেখা কি যায়েজ হবে? জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়ে কার্টুন নেই, মেয়েদের কন্ঠ নেই এমন কথোপকথন দেখবেন শুনবেন। মেয়েদের কার্টুন দেখা জায়েজ হবে না।