As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6779

যাকাত

প্রকাশকাল: 14 Mar 2024

প্রশ্ন

আসসালামু অলাইকুম,,আমি একজন বিধবা, আমার বয়স ২৪, আমার ১০ মাসের একটি বাচ্চা আছে। আমার স্বামী আমাকে উপহার হিসেবে ১ভরি ৭ আনা স্বর্ণ দিয়েছিল। যখন তিনি বেঁচে ছিল গত বছর আমি আমার স্বর্ণের যাকাত আদায় করেছি। প্রশ্ন হলো এ বছর ও কি আমাকে যাকাত আদায় করতে হবে? উল্লেখ্য আমি এখন টিউশনি করে চলি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু ১ভরি ৭ আনা স্বর্ণ থাকলে যাকাত দিতে হয় না। সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে তখন যাকাত দিতে হবে। সুতরাং আপনাকে যাকাত দিতে হবে না।