As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6759

যাকাত

প্রকাশকাল: 2 Mar 2024

প্রশ্ন

আমার বোন এবং ভগ্নিপতি দুজনই সরকারি চাকুরি করেন । সম্প্রতি তারা দুইজনই অসুস্হ হয়ে অনেক টাকা ঋন করে চিকিৎসা করিয়েছেন , আমি কি তাদের কে যাকাতের টাকা দিয়ে ঋন পরিশোধে সহায়তা করতে পারব ।

উত্তর

তাদের যদি ঋন পরিষোধ করার মতো সম্পদ না থাকে তাহলে তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন। আর যদি অন্য সম্পদ থাকে, কিন্তু নগদ টাকা নেই, তাহলে যাকাতের টাকা ঋন পরিষোধের জন্য দেয়া যাবে না।