As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6758

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Mar 2024

প্রশ্ন

আমার ভাইয়ের বউ বিগত ২০২১ সালে ভাইয়ের অগোচরে তালাকের কাগজ পাঠায়, কিন্তু ভাই তা হাতে পায়নি। তার এক বছর পর ভাইয়াকে ডেকে নিয়ে বলে যে সে তাকে তালাক দিয়েছে। তারপর থেকে ভাই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এখন সে নতুন করে আবার ভাইয়ের সাথে আসতে চাচ্ছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে কি হবে? বিঃদ্রঃ তার একটি ৫-৬ বছরের ছেলে আছে।

উত্তর

তালাকের কাগজ ও বিবাহের কাগজসহ স্থানীয় একজন আলেমের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে বিষয়টির সমাধান জেনে আসবেন। যা লিখেছেন তার ভিত্তিতে কোন সমাধান দেওয়া সম্ভব নয়।