As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6757

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Mar 2024

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, প্রিয় শায়েখ, আমার প্রশ্ন হলো‘‘ পিতা মাতা অমুসলিম , সন্তান মুসলিম হলে সন্তান কি পিতা মাতার সম্পদের ওয়ারিশ হতে পারে ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মুসলিম সন্তান অমুসলিম পিতা-মাতার সম্পদের ওয়ারিশ হবে না।