আসসালামু অলাইকুম,,আমার বয়স ২৪, আমার স্বামী মারা গেছে ৩ মাস ১০ দিন। আমার ৯ মাসের একটি বাচ্চা আছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলের কোনো খোঁজ খবর নেয় না তার চাচারা। আমার স্বামীর সব কিছু তারা আমার ছেলেকে বুঝাই দিতে চায় না। তারা বলে আমার ছেলের ১৮ বছর হলে আমার ছেলে বুঝে নিবে, এক্ষেএে ইসলাম কি বলে? আর আমি যদি তাদের সাথে যোগাযোগ না রাখি আমি গুনাহগার হব কি?