আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6740

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু অলাইকুম,,আমার বয়স ২৪, আমার স্বামী মারা গেছে ৩ মাস ১০ দিন। আমার ৯ মাসের একটি বাচ্চা আছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছেলের কোনো খোঁজ খবর নেয় না তার চাচারা। আমার স্বামীর সব কিছু তারা আমার ছেলেকে বুঝাই দিতে চায় না। তারা বলে আমার ছেলের ১৮ বছর হলে আমার ছেলে বুঝে নিবে,  এক্ষেএে ইসলাম কি বলে? আর আমি যদি তাদের সাথে যোগাযোগ না রাখি আমি গুনাহগার হব কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ১৮ বছর হওয়ার প্রয়োজন নেই। আপনার ছেলে এখনই তারা বাবার ওয়ারিশ। বাবার সম্পত্তির সে এখনই মালিক হবে। আপনিও আপনার স্বামীর ওয়ারিশ। আপনিও তার সম্পদ পাবেন।  বিষয়টি আলোচনার মাধ্যমে বা স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের সহযোগিতায়  সমাধান করুন। না হলে আদালতের মাধ্যমে সমাধান করুন। তারা আপনাদের বঞ্চিত করতে চায়, সে জন্য সময় চেয়ে তালবাহানা করছে। তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক  রাখবেন। যোগাযোগ বন্ধ করা যাবে না। কারণ তারা তো আপনার ছেলের বা আপনাদের আত্মীয়।