As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6732

নামায

প্রকাশকাল: 17 Feb 2024

প্রশ্ন

এশার নামাজ পড়ে দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে ঘুমানোর উদ্দেশ্যে এশার নামাজ ১০-১১ টার মাঝে পড়লে কি হবে? নাকি আরও আগে শেষ করতেই হবে? ১০ টার আগে নামাজ পড়ে আরও ১ ঘন্টা পড়ে ঘুমানো উত্তম নাকি নামাজ দেরিতে পড়া যাবে?

উত্তর

আপনি যদি মহিলা হন তাহলে নামায ঘুমানোর আগে পড়া আপনার জন্য উত্তম। তবে মধ্যরাতের আগে পড়বেন। ১১টার সময় যদি ঘুমান তাহলে ঘুমাতে যাওয়ার আগ দিয়ে পড়বেন। আর পুরুষরা সব সময় মসজিদে নামায আদায় করবে।