As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6731

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Feb 2024

প্রশ্ন

আস সালামু আলাইকুম। দাঁড়ি রাখার পর দুই একটা দাঁড়ি এদিক সেদিক বাকা হয়ে যায় এগুলো কি কাটা যাবে?

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ি লম্বা করে রাখতে হয়। অসুবিধা না হলে, শুধু বাঁকা হওয়ার কারণে কাটা যাবে না।