আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। সুন্নত বা নফল নামাজ আদায়ের ক্ষেত্রে যদি স্বশব্দে অর্থাৎ হালকা আওয়াজ করে যদি কীরাত পাঠ করি যাতে পাশে থাকা মানুষের ও ক্ষতি না হয় তাহলে কি এভাবে স্বশব্দে কীরাত পড়া যাবে কিনা? ফরজ নামাজ একাকি পড়া অবস্থায় স্বশব্দে কীরাত তিলাওয়াত করা যাবে কিনা?