As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6713

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 Feb 2024

প্রশ্ন

আমার বয়স ২১ বছর, আমি সাধারন পড়ুয়া ছাত্র, আমি বর্তমানে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পড়ছি। আমি এর আগে কিছু পরীক্ষায় মেডিকেল কলেজে চান্স পাইনি, এজন্য আমাকে এখন পরিবারের কাছ থেকে আর্থিক অপমান শুনতে হয়, যেহেতু পড়ালেখার অনেক চাপ এখন, তাই একা কিছু উপার্জন করবো সেদিকে সময় দিতে পারি না ,তাহলে পড়ালেখার অনেক ক্ষতি হতে পারে।,আমাকে এমন কোনো আমল শিখিয়ে দেন দয়া করে যেন আল্লাহ আমাকে কোনো পথ দেখান এবং আমি যেনো নিজে চলার মতো কিছু টাকা উপার্জনের পথ দেখান এবং উপার্জন সহজ করে দেন। আমি আর তাদের টাকা নিতে চাই না।

উত্তর

রিজিক নিয়ে কোন চিন্তা করবেন না। আল্লাহর নির্ধারিত রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনি নিজ অবস্থান থেকে চেষ্টা করবেন। রিযিকের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় বারবার পাঠ করুন اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছাড়া কুরআনের এই দুআটিও নামাযে এবং অন্যান্য সময় বেশী বেশী পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ