আস-সালামু আলাইকুম, আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছিলাম চাকুরী পেলে জুমআর মানুষ খাওয়াবো অর্থাৎ শুক্রবার গ্রামের মসজিদে যারা নামাজে আসবে সবাইকে বেতনের টাকা দিয়ে খাওয়াবো। ঐ চাকরীটা আমার হয়েছে। এখন আমি যদি এই নিয়ত পূরণ না করি কোনো গুনাহ হবে কিনা? অর্থাৎ আমি চাই টাকা খরচ করতে তবে সেটাতে যেনো বেশি ফায়দা হয়। আমাকে একটা সুন্দর পরামর্শ দিন।