আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6658

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছিলাম চাকুরী পেলে জুমআর মানুষ খাওয়াবো অর্থাৎ শুক্রবার গ্রামের মসজিদে যারা নামাজে আসবে সবাইকে বেতনের টাকা দিয়ে খাওয়াবো। ঐ চাকরীটা আমার হয়েছে। এখন আমি যদি এই নিয়ত পূরণ না করি কোনো গুনাহ হবে কিনা? অর্থাৎ আমি চাই টাকা খরচ করতে তবে সেটাতে যেনো বেশি ফায়দা হয়। আমাকে একটা সুন্দর পরামর্শ দিন।

উত্তর

নিয়ত যেহেতু করেছেন খাইয়ে দেন। আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার দরকার নেই। বেশী ফায়দার জন্য পরে আরো দান করবেন ইনশাআল্লাহ।