আস-সালামু আলাইকুম শায়েখ। আশা করছি ভালো আছেন, শায়েখ আপনাদের উত্তর দেওয়া প্রশ্ন থেকে প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো–
প্রশ্নোত্তর 6676
প্রশ্ন
السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ হজরত! আমার জমি চাষ করার মতো এখন কোনো সক্ষমতা নেই। ইসলামি শরিয়া অনুসারে কিভাবে এই জমি থেকে আয় করতে পারি কোনো এক্সট্রা খরচ না করে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আপনি জমি ভাড়া দিবেন বছর চুক্তিতে। যিনি ভাড়া নিবেন তার সাথে এভাবে চুক্তি করবেন যে, ১ বছরের জন্য ১ বিঘা জমিতে আমাকে এতো হাজার টাকা ভাড়া দিতে হবে। টাকার পরিমাণ কমবেশী হতে পারে। এটা সবচেয়ে উত্তম হবে।
শায়েক,এখানে আমার প্রশ্ন হলো – জমি ভাড়া নেওয়ার কথা বলছেন,,,কিন্তু আমাদের সমাজে তো জমি বন্ধক নেওয়ার প্রথা চালু আছে। যেমন জমি বন্ধক নেওয়ার নিয়ম হলো — ১ বিঘা জমি বন্ধক রাখতে হলে ৫০০০০ টাকা দিতে হবে । চুক্তিটা হবে ১/২ বছরের জন্য । যখন আমি জমি ছাড়িয়ে নিবো তখন প্রদত্ত ৫০০০০ টাকা থেকে ৫০০/১০০০ টাকা কর্তন করে জমির মালিক ৪৯৫০০/ ৪৯০০০ টাকা ফিরিয়ে দিয়ে থাকে।