আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6644

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আশা করছি ভালো আছেন, শায়েখ আপনাদের উত্তর দেওয়া প্রশ্ন থেকে প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো–

প্রশ্নোত্তর 6676

প্রশ্ন

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ হজরত! আমার জমি চাষ করার মতো এখন কোনো সক্ষমতা নেই। ইসলামি  শরিয়া অনুসারে কিভাবে এই জমি থেকে আয় করতে পারি কোনো এক্সট্রা খরচ না করে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি জমি ভাড়া দিবেন বছর চুক্তিতে। যিনি ভাড়া নিবেন তার সাথে এভাবে চুক্তি করবেন যে, ১ বছরের জন্য ১ বিঘা জমিতে আমাকে এতো হাজার টাকা ভাড়া দিতে হবে। টাকার পরিমাণ কমবেশী হতে পারে। এটা সবচেয়ে উত্তম হবে।

শায়েক,এখানে আমার প্রশ্ন হলো – জমি ভাড়া নেওয়ার  কথা বলছেন,,,কিন্তু আমাদের সমাজে তো জমি বন্ধক নেওয়ার প্রথা চালু আছে। যেমন জমি বন্ধক নেওয়ার নিয়ম হলো — ১ বিঘা জমি বন্ধক রাখতে হলে ৫০০০০ টাকা দিতে হবে । চুক্তিটা হবে ১/২ বছরের জন্য । যখন আমি জমি ছাড়িয়ে নিবো তখন প্রদত্ত ৫০০০০ টাকা থেকে ৫০০/১০০০ টাকা কর্তন করে জমির মালিক ৪৯৫০০/ ৪৯০০০ টাকা ফিরিয়ে দিয়ে থাকে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  না, বন্ধক নেয়া যে প্রথা চালু আছে তা ইসলামসম্মত না। বন্ধকের ক্ষেত্রে সঠিক নিয়ম হলো, যে পরিমাণ ফসল উৎপাদিত হবে জমি ছাড়িয়ে নেয়ার সময় সে পরিমাণ টাকা কম দিতে হবে। বন্ধকের বিপরীতে কোন উপকার দেয়া বা নেয়া সুদ হিসেবে গণ্য। আমি আপনাকে জমি ভাড়া দেয়ার যে পদ্ধতি বলেছি সেটা শরীয়াহসম্মত এবং সহজ। দেশের বিভিন্ন প্রান্তে এভাবে ভাড়া বা লিজ দেয়ার প্রথা চালু আছে।