আমি একজন ছেলে আমার বয়স ২২। বিয়ের উপযুক্ত। কিন্তু আর্থিক অবস্থা এবং বাসস্থানের অভাবে বিয়ে করতে পারছি না, অন্যদিকে নির্দিষ্ট একটা পাপের জন্য বার বার নিজেকে বেঈমান মনে হচ্ছে, তওবা করছি আবার পাপেও লিপ্ত হয়ে যাই। নিজেকে নিয়ে অত্যন্ত চিন্তিত। আগে আমি সেকুল্যার ছিলাম দ্বিন নিয়ে এতো চিন্তা করতাম না। চলছে চলছে এরকম ছিল।
দ্বীন প্রাক্টিসে আছি ১ বছরের মতো তার মধ্যে ৫-৬মাস অনেক ভালো ছিলাম ঈমানের স্বাদ ছিল অন্তরে পাপের প্রতি ঘৃণা ছিল কিন্তু এর পরে ধীরে ধীরে পাপের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছি।
না পারছি পাপ থেকে মুক্ত থাকতে না পারছি সমস্যার সমাধান করতে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, ১। আমি কি করতে পারি? পাপের ধরন এমন যে বিবাহ করলে তা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে? কেননা পাপটি নির্দিষ্ট সময়ে হয়, দয়া করে জানাবেন!