আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6642

প্রকাশকাল: 8 জানু. 2024

প্রশ্ন

আমি একজন ছেলে আমার বয়স ২২। বিয়ের উপযুক্ত। কিন্তু আর্থিক অবস্থা এবং বাসস্থানের অভাবে বিয়ে করতে পারছি না, অন্যদিকে নির্দিষ্ট একটা পাপের জন্য বার বার নিজেকে বেঈমান মনে হচ্ছে, তওবা করছি আবার পাপেও লিপ্ত হয়ে যাই। নিজেকে নিয়ে অত্যন্ত চিন্তিত। আগে আমি সেকুল্যার ছিলাম দ্বিন নিয়ে এতো চিন্তা করতাম না। চলছে চলছে এরকম ছিল।
দ্বীন প্রাক্টিসে আছি ১ বছরের মতো তার মধ্যে ৫-৬মাস অনেক ভালো ছিলাম ঈমানের স্বাদ ছিল অন্তরে পাপের প্রতি ঘৃণা ছিল কিন্তু এর পরে ধীরে ধীরে পাপের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছি।
না পারছি পাপ থেকে মুক্ত থাকতে না পারছি সমস্যার সমাধান করতে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, ১। আমি কি করতে পারি? পাপের ধরন এমন যে বিবাহ করলে তা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে? কেননা পাপটি নির্দিষ্ট সময়ে হয়, দয়া করে জানাবেন!

উত্তর

আল্লাহ আপনাকে ধর্মের উপর অটুট রাখুন। আর প্রাথমমিকভাবে কষ্ট হলেও আপনি বিবাহ করে নিন এবং পবিত্র জীবনজাপন করুন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার উপার্জন বাড়িয়ে দিবেন, এবং রিজিকে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা বলেন,

” ﻭﺃﻧﻜﺤﻮﺍ ﺍﻻﻳﺎﻣﻲ ﻣﻨﻜﻢ ﻭ ﺍﻟﺼﺎﻟﺤﻴﻦ ﻣﻦ ﻋﺒﺎﺩﻛﻢ ﻭ ﺇﻣﺎﺋﻜﻢ ﺇﻥ ﻳﻜﻮﻧﻮﺍ ﻓﻘﺮﺍﺀ ﻳﻐﻨﻬﻢ ﺍﻟﻠﻪ “

তোমাদের মধ্য হতে যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও এবং দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা যদি নিঃস্বও হয়ে থাকেন তবে স্বয়ং আল্লাহ্ তাকে ধনী বানিয়ে দেবেন – সূরা নুর। আয়াতঃ ৩২।