আস-সালামু আলাইকুম।
আমার শাশুড়ী আমার বউকে NRBC ব্যংকে একটি ডিপোজিট একাউন্ট খুলে দিয়েছে এবং মাসে মাসে একটা এমাউন্টও রাখে। কিন্তু সেটা কোন ইসলামিক ডিপোজিট না নরমাল ডিপোজিট। এখন আমার প্রশ্ন হলো এই টাকা নেয়া কি আমার উচিত হবে? অথবা আমি যদি একাউন্ট এর ধরন পরিবর্তন করি তাহলে কি একাউন্ট করবো? যে একাউন্ট সম্পুর্ন রুপে আমার জন্য হালাল?
আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। একটি সঠিক উত্তর এর আশা করছি। ধন্যবাদ।