আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6565

হালাল হারাম

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।
আমার শাশুড়ী আমার বউকে NRBC ব্যংকে একটি ডিপোজিট একাউন্ট খুলে দিয়েছে এবং মাসে মাসে একটা এমাউন্টও রাখে। কিন্তু সেটা কোন ইসলামিক ডিপোজিট না নরমাল ডিপোজিট। এখন আমার প্রশ্ন হলো এই টাকা নেয়া কি আমার উচিত হবে? অথবা আমি যদি একাউন্ট এর ধরন পরিবর্তন করি তাহলে কি একাউন্ট করবো?  যে একাউন্ট সম্পুর্ন রুপে আমার জন্য হালাল?

আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি। একটি সঠিক উত্তর এর আশা করছি। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নন ইসলামিক কোন ব্যাংকে ডিপোজিট খোলা যাবে না। এখান থেকে প্রাপ্ত লাভ সুদ হিসেবে গণ্য। সুতরাং কোন ইসলামী ব্যাংকে ডিপোজিট খুলবেন। ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক থাকা অবস্থায় কোন নন ইসলামিক ব্যাংকে কোন ধরণের একাউন্ট খুলবেন না। এতে খারাপ কাজে সহযোগিতা হবে। খারাপ কাজে সহযোগিতা নিষিদ্ধ।