As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 656

নামায

প্রকাশকাল: 16 Nov 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হলো ১. জোহরের নামাজে আমি ইমাম সাহেবের সাথে শেষ দুরাকাত পেলাম। তা হলে আমি কিভাবে নামাজ পড়ব? আমার কী সূরা ফাতিহার সাথে কোন সূরা পড়তে হবে?
২. আমি আসরের নামাজে ইমাম সাহেবের সাথে ২য় রাকাতে মরীক হলাম, আমি যে রাকাত(১ম) নামাজ পাইনি তা কিভাবে পড়ব? জাযাকাল্লাহ, মো: আহ্সান হাবীব হাসান

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। ১। জ্বি, আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন। ২। আপনি ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে একরাকআত আদায় করবেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন।