As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 657

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Nov 2007

প্রশ্ন

প্রশ্ন : নবী করীম (সাঃ) নামাজে কোন দরুদ পড়তেন? তিনি কী দরুদে মুহাম্মাদ (আমরা নামাজে যে দরুদ পড়ি) পড়তেন?

উত্তর

সাহবীগণ রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞসা করলেন, আমরা সালাতে কিভাবে আপনার উপর দরুদ পড়বো তখন তিনি তাদেরকে আমরা সালাতে যে দরুদ পড়ি তা শিক্ষা দেন। বুখারী, মুসলিমসহ অন্যান্য কিতাবে হাদীসগুলো উল্লেখ আছে। তবে শব্দ কোথাও কমবেশী আছে। বিস্তারিত দেখুন রাহে বেলায়াত গ্রন্থে। পৃষ্ঠা ১৭৪-১৭৮।