আস-সালামু আলাইকুম, আমি এবার ভার্সিটি এডমিশন দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিদ্যালয় চান্স পেয়েছি। এখন ভর্তির জন্য অনেকগুলা টাকা প্রয়োজন। আমার বাবা একজন দরিদ্র কৃষক। তার পক্ষে এই সময়ে অনেকগুলো টাকা গোছানো অনেক কষ্টকর।
আমি ব্যাংকে উপবৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছি। একটি ফাউন্ডেশন আছে যেটি দরিদ্র ছাত্রদেরকে অনেক ধরনের সাহায্য করছে। তবে তার প্রধান হচ্ছেন একজন হিন্দু ব্যক্তি। এখন আমার প্রশ্ন হচ্ছে,আমি কি কোন ব্যাংক অথবা উক্ত ফাউন্ডেশন থেকে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারব? আমার জন্য কি ব্যাংক এবং উক্ত প্রতিষ্ঠান উপবৃত্তির জন্য আবেদন করা করা উচিত হবে? শরীয়াহ ভিত্তিক উত্তর কাম্য। জাজাকাল্লাহ